রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
গত ২৯ জুন মনিপুরে ধসের কারণে মৃত্যু হয় বালিয়া গ্রামের বাসিন্দা টেরিটোরিয়াল আর্মির জওয়ান প্রীতম কুমার দত্তের। শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত বালিয়া গ্রামে প্রীতম কুমার দত্তের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খালিলুর রহমান। এদিন প্রিতমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রীতম কুমার দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান, খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আসিস মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আবুল হাসনাত, খড়গ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতির্ময় মন্ডল, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শামসের আলী মমিন, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ সহ এলাকার একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584