নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রথম বর্ষের কলেজ ছাত্রী জাহ্নবী বসাক দুধের সরের ওপর আট জন মনীষীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম নথিভুক্ত করল।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সুভাষ কর্নার এলাকার এই কলেজ ছাত্রীর এই অভাবনীয় কৃতিত্ব বিস্ময়ের সৃষ্টি করেছে শহরে। জানা গেছে লকডাউনের সময় অলস সময়কে কাজে লাগাতে জাহ্নবী অঙ্কনকে বেছে নিয়েছিল।
একদিন আঁকার সময় তার মা দুধ খেতে দিলে দুধ খাওয়া ভুলে যাওয়ায় সেই দুধের ওপর সর পড়ে যায়। আর সেই দুধের সরের ওপর আঁকার চেষ্টা করে জাহ্নবী। প্রথম চেষ্টাতেই সফল হয় সে । সে তার ইচ্ছা থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম নথিভুক্ত করবার চেষ্টা চালায়।
আরও পড়ুনঃ চন্দননগর চাউলপট্টিতে ‘আদি মা’-এর দর্শনে দিলীপ ঘোষ
আর সেখান থেকেই প্রাপ্তি স্বীকার এসে পৌঁছোল জাহ্নবীর মেলে। এই ঘটনায় স্বভাবতই খুশি জাহ্নবী বসাক। মেয়ের এই সাফল্যে খুশি জাহ্নবীর বাবা-মা ও তার পরিবার পরিজন সহ এলাকাবাসীরা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584