মনিরুল হক, কোচবিহারঃ
সেই চেনা ছবি এখন আর নেই কোচবিহারের মদনমোহন মন্দিরে। প্রত্যেক বছর জন্মাষ্টমী মানেই সকাল থেকে ভিড় জমে যেত মদনমোহন মন্দিরে। লম্বা লাইন দিয়ে ভক্তগন প্রাণের ঠাকুর মদনমোহনের পূজা দিতেন। কিন্তু এবার করোনা আবহে মন্দিরের চিত্র পুরোপুরি অন্য রকম।
কর্তৃপক্ষ এখনও মন্দিরের প্রধান ফটক পূণ্যার্থীদের জন্য খুলে দেয় নি। সাধারণ মানুষের মধ্যেও ভিড় থেকে দূরে থাকার সচেতনতা। সব মিলিয়ে এদিন এই জন্মাষ্টমীর পুণ্য তিথিতে মদনমোহন মন্দিরে কাউকেই পূজা দিতে আসতে দেখা যায় নি।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ার পেটকিতে ‘কর্মতীর্থ হাট’ উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব
যদিও মন্দির কর্তৃপক্ষ প্রাচীন রীতি মেনে সকালে মদনমোহনের বিশেষ পূজার আয়োজন করেছে। সন্ধ্যায় হবে জন্মাষ্টমীর পূজা ও সন্ধ্যা আরতি। মদনমোহনের জন্য প্রসাদ হিসেবে থাকছে পরমান্ন ও লুচি। আজকের এই পর্ব শেষ হওয়ার পর আগামী কাল মদনমোহন মন্দিরে হবে দিধিকাদো উৎসব।
মন্দিরের পুরোহিত ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “প্রত্যেক বছর জন্মাষ্টমীতে প্রচুর মানুষ আসতেন পূজা দিতে। এবার প্রায় ভক্তশূন্য মন্দির। তবু নিয়ম মেনে পূজা হচ্ছে। আগামী কাল দধিকাদো উৎসবও হবে।”
আরও পড়ুনঃ খড়গ্রামে নাবালিকা স্কুল পড়ুয়ার বিয়ে রুখল পুলিশ প্রশাসন
করোনা আবহ শুরু হতেই কোচবিহারের বেশ কিছু মন্দিরের সাথে মদনমোহন মন্দিরও বন্ধ করে দেওয়া হয়। ফলে এবার বেশ কিছু পূজা শুধুমাত্র রীতি মেনে করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রথযাত্রা, আর এদিনের জন্মাষ্টমী বিশেষ ভাবে উল্লেখযোগ্য ।
এদিন মন্দির চত্বরে থাকা দেবত্ব ট্রাস্ট বোর্ডের এক কর্মী বলেন, “আর কত দিন যে এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে, তা ঠাকুর মদনমোহনই জানেন। আমরা ইতিমধ্যেই বেশ কিছু পূজা ও উৎসব শুধুমাত্র নিয়ম মেনে করেছি। আগামী দিনে রাসমেলার মত উৎসব রয়েছে। কি হবে এখন ও ভাবতে পারছি না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584