শ্যামল রায়,নবদ্বীপঃ
রবিবার শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে কাতারে কাতারে ভক্তরা আসেন নবদ্বীপ ও মায়াপুর ইসকন মন্দিরে।সেই সাথে নবদ্বীপ সংলগ্ন পূর্বস্থলীর বিদ্যানগরে ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলো।ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন যে জন্মাষ্টমী উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এসে গিয়েছেন। ভোর থেকে অধিবাস সহ নাম সংকীর্তন শুরু হয়ে গেছে।
ভক্তরা উপোস থেকে জন্মাষ্টমী পালন করছেন সারারাত ধরে শ্রীকৃষ্ণের জীবন দর্শনের উপর প্রদর্শনী আলোচনা এবং কৃষ্ণের প্রতি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা জানাবেন সকলে।অন্যদিকে নবদ্বীপ শহরে ও বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলো। কোলের ডাঙা কেশবজী গৌড়ীয় মঠ জলের মন্দির গৌড়ীয় মঠ সহ বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের ভিড় যেমন হয়েছে তেমনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাসমারোহে পালিত হলো।এছাড়াও নবদ্বীপ সংলগ্ন পূর্বস্থলীর বিদ্যানগর পঞ্চানন তলা মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সমিতির ব্যবস্থাপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলো। জন্মাষ্টমী উপলক্ষে গরিব বিধবা মহিলাদের হাতে বস্ত্র তুলে দেয়া হয়।এছাড়াও প্রত্যেকের হাতে একটি রাধাকৃষ্ণের ফটো তুলে দেওয়া হয়েছে বলে জানালেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক বিভাস বিশ্বাস।বস্ত্র তুলে দেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ ও শ্রী ভক্তিবেদান্ত পরিব্রাজক মহারাজ। উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণ চৈতন্য সেবা সমিতির সম্পাদিকা মনীষা বিশ্বাস।
মনীষা বিশ্বাস জানালেন যে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এলাকার প্রত্যেক মহিলা মিলে মন্দির প্রাঙ্গনে তালের একাধিক বড়া তৈরি করা হয়।
আরও পড়ুনঃ ফালাকাটায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584