মনিরুল হক, কোচবিহারঃ
লকডাউনের ফলে মানুষ আজ ঘরবন্দি, আর তার জেরেই বহু মানুষ কর্মহীন। তবে যারা দিন আনে দিন খান, তাদের উপার্জন বন্ধ হওয়ায় প্রায় অসহায় হয়ে পড়েছে তাঁরা। তাই ১০২৪টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের জান্নাতি মসজিদ।
জানা গেছে, এদিন ওই মসজিদের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০ কেজি চাল, আলু, ডাল, তেল, লবন সহ নানা রকমের সবজি প্রায় ১০২৪ জন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেন ওই মসজিদ কমিটি।
আরও পড়ুনঃ ফের খুললো মাছ বাজার
এ বিষয়ে মসজিদ কমিটির সম্পাদক ছাবেদ আলী মিয়া বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন চলছে। ফলে বহু মানুষের হাতে কাজ নেই। তারা ঘরবন্দি। এক কোভিড সংকটের মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এদিকে শুরু হয়েছে রমজান মাস। তাইতো মসজিদ কমিটির তরফ থেকে এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়ে সাতশ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার পিছু কুড়ি কেজি করে চাল, ডাল, আলু সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিন এই সামগ্রী পেয়ে খুশি দুঃস্থ পরিবারের মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584