নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সবে একমাস হয়েছে ইহলোক ত্যাগ করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর এই অকাল মৃত্যুর খবর এখনও মেনে নিতে পারেনি দেশবাসী। এরই মধ্যে জাপান থেকে এল আরও এক দুঃসংবাদ। জাপানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার অকালে চলে গেলেন হারুমা মিউরা।
এদিন স্থানীয় সময় দুপুর একটা নাগাদ টোকিওয় নিজের বাসভবন থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মিউরার দেহ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করে সেখানকার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে, আত্মহত্যাই করেছেন এই জাপানি তারকা। তাঁর বাড়ি থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি কন্যা-সহ ঐশ্বর্য রাই
অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন হারুমা মিউরা। ব্লাডি মনডে, লাস্ট সিন্ডেরেলা, গোকুসেন-এর মতো একাধিক হিট টিভি সিরিজের মুখ হারুমা। খুব কম বয়সেই অভিনয় জীবনের শুরু মিউরার। মাত্র ৭ বছর বয়সে ‘আগরি’ ড্রামায় প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুনঃ প্রয়াত নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা
এরপর ‘কোইজোরা’(২০০৭), ‘কিমি নি তোদকে’(২০১০)-র মতো হিট ছবিতে দেখা গেছে তাঁকে। ২০১৫ সালে ফাইটার পাইলটের বাস্তব কাহিনি নির্ভর ছবি ‘দ্য ইটারনাল জিরো’তে অভিনয় করে পুরস্কারও পান তিনি। টিভি সিরিজ এবং সিনেমার পাশাপাশি জাপানি থিয়েটার জগতের সঙ্গেও যুক্ত ছিলেন মিউরা। আজ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাপানের বিনোদন জগতে। শোকস্তব্ধ মিউরার অনুরাগীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584