নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রোদের ঝিলিক শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ,কাশ ফুলের দোলন মা আসছে ঘরে এবার দরজা কেন বন্ধ পূজো এল তাইতো আবার বাজনা বাজায় ঢাকি,পূজো আসতে আর মাত্র কয়েকটা দিন তো বাকি । পুজো প্রস্তুতি নিয়ে ব্যাস্ত শিল্পীরা ।
ফালাকাটা মসল্লা পট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতি কাজ চলছে জোড় কদমে । এই পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জাপানের অরিগামী শিল্পীর অনুকরণে বিভিন্ন ধরনের পাখি এবং খাঁচা দিয়ে তৈরি পূজা মন্ডপ ,এছাড়াও রয়েছে বাশ এবং বিভিন্ন জিনিস পত্রের কাজ ,সাথে থাকছে রকমারি আলোর কাজ সব মিলিয়ে পাখিদের স্বাধীনতা নিয়ে ভাবনা l
ফালাকাটা মসল্লা পট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক গদাই দে বলেন, “এবার ৪৭ বছরে পদার্পন করছি । এবারের পূজার বাজেট ১৪ লক্ষ টাকা । মসল্লা পট্টি সর্বজনীন দুর্গোৎসব একটা ঐতিহ্যবাহী দুর্গা পূজা ।
প্রত্যেক বার এখানে জন সমুদ্রে পরিণত হয় পূজা মণ্ডপ প্রাঙ্গন । আমরা আশা রাখছি এবার ও জন সমুদ্রে পরিণত হবে পূজা মণ্ডপ । এছাড়াও পূজা কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও করা হয় ।”
আরও পড়ুনঃ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে নির্মল বাংলা উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584