ইশান্তের অভাব টের পাবে ভারত, বলছেন গিলেসপি

0
67

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের দলে নেই ভারতীয় পেসার ইশান্ত শর্মা তাকে পর্যবেক্ষনে রাখা হবে চোট উন্নতি করলে তবেই দলে জায়গা পাবেন এই সিনিয়র পেস বোলার।

Ishant Sharma | newsfront.co

এই প্রসঙ্গে প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি বলেন, ইশান্তের মতন পেস বোলিংয়ের স্তম্ভ ভারতীয় দলে না থাকায় এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তাই আমি বলছি ভারতের থেকে অস্ট্রেলিয়া একটু হলেও এগিয়ে থাকবে। ঘরোয়া পরিবেশ একটা অন্যতম কারণ। এছাড়াও ভারতীয় দলের দুই অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমারের চোটের কারণে না থাকাটা ভারতীয় শিবিরের জন্য বিরাট ধাক্কা।

আরও পড়ুনঃ সিএসকে ম্যাচেও হার! প্লে অফে যাওয়া অন্ধকারে নাইটদের

ভারতের হয়ে বুমরাহ এবং শামি অসাধারণ বোলিং করছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু অস্ট্রেলিয়ার পরিবেশ, পরিস্থিতিতে খেলার ব্যাপারে ইশান্ত অনেক অভিজ্ঞ। তার অনুপস্থিতি ভারতকে স্বাভাবিক ভাবেই ব্যাকফুটে ঠেলে দিল।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ কয়েকটি সফরে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। ওর রেকর্ড দেখলেই সেটা বোঝা যায়। এছাড়াও ওর বোলিং ভারতীয় বোলিং লাইন আপে ভ্যারাইটি যোগ করে। ব্যাটিং ভালো করলেও বোলিং লাইনে ওদের অভিজ্ঞতার অভাব দেখা যাবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here