অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
শেষ বার ভারত সফরে এসেও স্মিথ ও ওয়ার্নার না থাকায় তাঁদের বল করতে পারেন নিয়ে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। এবার স্মিথ, ওয়ার্নার থাকছে বড় চ্যালেঞ্জ। ২৭ নভেম্বর থেকে শুরু ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ । নিজের বোলিং ছাড়াও ভারতের ইওরকার দাঁড়াচ্ছেন জুনিয়রদের পাশে।
এদিন ভারতীয় বিসিসিআই থেকে বুমরাহের একটি ছবি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়, “তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর ক্ষেত্রে সেরা পেসার মাঠে নেমে পড়েছেন” লেখা হয়েছে।
আরও পড়ুনঃ নতুন জার্সিতে ধাওয়ান
যেখানে জসপ্রীতকে ভারতীয় শিবিরের নেট বোলার কার্তিক ত্যাগীকে টিপস দিতে দেখা যায়। প্রসঙ্গত আইপিএল ২০২০তে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন কার্তিক। ২০২০ সালের গোড়ায় দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন ত্যাগি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584