নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। ফালাকাটা ব্লকের জটেশ্বরে চলছে শিব চতুর্দশী উপলক্ষে মেলা। চলবে ১৫ দিন ধরে।
মানুষের উচ্ছ্বাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। ইতিমধ্যে জটেশ্বর মেলা জমে উঠেছে ফালাকাটা সহ বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নামে সন্ধ্যা নামার সাথে সাথে ।
আরও পড়ুনঃ জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠায় বিধায়ক
উল্লেখ্য, গত শনিবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জটেশ্বর মেলার শুভ উদ্বোধন করলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লাল।
প্রতি বছর শিব পুজা উপলক্ষ্যে জটেশ্বর শিব মন্দির প্রঙ্গণে ১৫ দিন ব্যাপী জমজমাট মেলা চলে। দূরদুরান্ত থেকে যেমন ভক্তের ঢল নামে তেমনি বিভিন্ন ধরনের ব্যাবসায়ীরা পসার সাজিয়ে বসেন। পাশাপাশি চলে পুজার্চ্চনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584