নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফুলের মত ছোট্ট একটা শিশু৷ নাম তার অদ্রিজ। শ্যামবাজারের বাসিন্দা এই ছোট্ট অদ্রিজ ব্লাড ক্যানসারে আক্রান্ত ৷ ‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট’ না করালে অকালেই হয়ত শেষ হয়ে যাবে ফুটফুটে একটা জীবন ৷ চিকিৎসার জন্য প্রয়োজন ৫০ লক্ষ টাকার প্রয়োজন ৷ ভর্তি করা হল টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ হসপিটালে। কিন্তু এতটাকা কোথায় পাবেন সেই ভেবেই অদ্রিজের বাবা মা দিশেহারা।
ইতিমধ্যেই পরিচিতর মুখে ছোট্ট অদ্রিজের অসুখের খবর জানতে পারেন টলিউডের প্রযোজক রক্তিম চ্যাটার্জি। খবরটা শোনার পরই ১ বছর ২ মাস বয়সের শিশুটিকে বাঁচানোর জন্য দায়িত্ব নিলেন রক্তিম চ্যাটার্জি ৷ রক্তিম শিশুটিকে দেখতে ছুটে যান হসপিটালে ৷ অদ্রিজের বাবা মাকে আশ্বস্ত করেন। একইসঙ্গে অদ্রিজের চিকিৎসা শুরু করতে উদ্যোগ নেন ৷ আগামী সোমবার থেকে অদ্রিজের চিকিৎসা শুরু হওয়ার কথা থাকলেও রক্তিম চ্যাটার্জির সহায়তায় এখনই শুরু হয়ে গিয়েছে চিকিৎসা।
তবে, এই প্রথম নয় এর আগেও বহুবার রক্তিম মানবিকতার পরিচয় দিয়েছেন একাধিক ক্ষেত্রে ৷ সম্প্রতি ইয়াস ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের গোসাবার মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘সঙ্কল্প’র মাধ্যমে ৷ নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত খাবার জল প্যাকিং করেছেন ৷ তারপর তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সুন্দরবনে।
আরও পড়ুনঃ মানবকল্যাণে ‘আশা ফাউন্ডেশন’
লকডাউনে কাজ নেই বহু মানুষের দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করা যাদের কাছে এখন প্রায় অসম্ভব,তাদের জন্য ‘গৌরী ফাউন্ডেশন’- এর সঙ্গে ‘কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন’- এর পক্ষ থেকে কালীঘাট ব্রিজের কাছে থাকা প্রায় ২০০ মানুষকে চাল ডাল ইত্যাদি রেশনসামগ্রী দিয়েছেন রক্তিম চ্যাটার্জি। পাশাপাশি সোনাগাছির যৌনকর্মীদের রুটিরুজি এই সময়ে দাঁড়িয়ে একেবারে বন্ধ ৷ এই দুর্দিনে তাদের পাশেও দাঁড়িয়েছেন রক্তিম।করোনা মহামারীতে যখন বহু মানুষ কাজ হারাচ্ছেন, সেই সময় টলিউড ইন্ড্রাস্টিতে নতুন কাজ করছেন রক্তিম চ্যাটার্জি। উদ্দেশ্য একটাই, পরিস্থিতি কঠিন হলেও কাজ হারা যেন না হতে হয় কোনও মানুষকে ৷
আরও পড়ুনঃ লকডাউনে গল্প লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাঁধা হচ্ছে চিত্রনাট্য
প্রসঙ্গত, সন্দীপ্তা সেন অভিনীত ‘ডিয়ার ফ্রেন্ড’, ‘বন্ধু চল’-এর মতো স্বল্প দৈর্ঘের সিনেমা তৈরি করেছেন ‘নেক্সজেন ভেঞ্চার’ (Nexgen Venture)-এর কর্ণধার তথা প্রযোজক রক্তিম চ্যাটার্জি। পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত রক্তিম চ্যাটার্জি প্রযোজিত বাংলা ছবি ‘জতুগৃহ’ মুক্তি পেয়েছে এই করোনা আবহেই ৷ এভাবেই কাজের মাধ্যমে, মানুষের দুঃসময়ে সর্বতোভাবে পাশে থাকার পণ করেছেন রক্তিম চ্যাটার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584