নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকার শুক্রবার বলেছেন, কোনও গবেষণায় দূষণের সাথে জীবনকাল হ্রাস হওয়ার কোনও সম্পর্ক নেই। গবেষণার প্রশ্নের জবাবে লোকসভায় জাভাদেকার বলেন, আসুন আমরা দূষণ সংক্রান্ত ভ্রান্ত ভয়ভীতি মানুষের মনে না ঢোকাই।
প্রশ্নোত্তর চলাকালীন, তিনি বলেছিলেন যে দূষণ রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং এই প্রচেষ্টা ফল দিচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছিলেন, ভারতের গবেষণাগুলি জীবন ও দূষণের সংক্ষিপ্তকরণের মধ্যে কোনও সম্পর্ককে দেখায়নি।
আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীদের পথ অবরোধ
দূষণের ফলে আয়ু হ্রাস হচ্ছে– এমন সমীক্ষা উল্লেখ করে তিনি আরও বলেন যে এই ধরনের গবেষণা প্রথম প্রজন্মের তথ্যের ভিত্তিতে নাও হতে পারে। কেন্দ্রীয় সরকার সারা দেশে বায়ু দূষণজনিত সমস্যা মোকাবিলায় জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রাম (এনসিএপি) চালু করেছে।
জলবায়ু মন্ত্রী বলেন, “এনসিএপি-র অধীনে, ২০১১-২০১৫ এর মেয়াদে পরিবেষ্টিত বায়ু মানের তথ্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন) এর প্রতিবেদন ২০১৪-১৮ এর ভিত্তিতে ১০২ টি যোগ্য শহর চিহ্নিত করা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584