Cyclone Jawad: নিম্নচাপ বাংলাদেশে সরলেও সোমবার বৃষ্টি দক্ষিণবঙ্গে, ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের

0
48

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি হারিয়ে আগেই নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পূর্ব অভিমুখে ক্রমশ বাংলাদেশের দিকে সরে যাবে এই নিম্নচাপ। যার জেরে বাংলাদেশ সংলগ্ন পশ্চিম বঙ্গের জেলাগুলিতে সোমবারও ভারী বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Rainfall
প্রতীকী ছবি

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি চলবে আজ দিনভর। বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বইবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে কয়েক পশলা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারালেও নিম্নচাপের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর হেলিকপ্টারের বদলে ট্রেনে

আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কন্ট্রোলরুম সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here