জন্মদিনে অনন্য আয়োজন

0
184

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০১৮ সালের ১৫ অগাস্ট ‘জাস্ট স্টুডিও’ প্রযোজনা সংস্থার শুরু হয়েছিল এক যাত্রাপথ। দু’চোখে অনেক স্বপ্ন নিয়ে গুটি গুটি পায়ে চলতে শুরু করেছিল সংস্থাটি। চলতি বছর ১৫ অগাস্ট তৃতীয় বর্ষে পদার্পণ করল জাস্ট স্টুডিও। শুরুর বছর থেকেই দর্শকের জন্য জাস্ট স্টুডিওর নিবেদনে ছিল চমক।

Jay hok Jay hok | newsfront.co

দেশের ভবিষ্যৎ যারা তাদের আগামীর স্বপ্নকে স্বাধীনভাবে মেলে ধরার এক চলচ্ছবিই ছিল প্রথম বছরের নিবেদন। দ্বিতীয় বছরে তৈরি হল বাউল আঙ্গিকে দেশের জাতীয় সঙ্গীত। বোলপুরের মাটিতে দুই স্বনামধন্য্ বাউল শিল্পী গাইছেন ‘জন গণ মন’।

তার সাথে মিশে যাচ্ছে স্নিগ্ধ সকাল, প্রভাতীর সুর, ভোরের আজান, গীর্জার ঘণ্টা, তুলসী মন্দির, লাল মাটি, সবুজ প্রকৃতি আর একঝাঁক নির্মল শৈশব। ভিডিওটি প্রশংসিত হয়েছে জাতীয় পর্যায়ে। প্রজেক্ট ‘জন গণ মন’র উদ্বোধন করলেন পন্ডিচেরীর রাজনিবাসে লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী।

তৃতীয় বর্ষে যখন সারা পৃথিবী ‘করোনা’ নামক মহামারীতে বিপর্যস্ত, ভাইরাস থেকে বাঁচতে প্রায় গৃহবন্দি, এমন এক প্রতিকূল পরিস্থিতিতে দর্শকদের জন্যএ জাস্ট স্টুডিওর নিবেদন ‘জয় হোক জয় হোক’। এই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে জয় হোক গোটা মানবজাতির। জয় হোক মানবতার।

Suchandra Vaniya | newsfront.co

‘শ্রীনিবাস মিউজিক’- এর ব্যুবস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জয় হোক’ পরিবেশন করলেন এই সময়ের অন্য তম জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্মার্ত মজুমদার। সেই গানের ওপর দৃশ্যাীয়িত হল দেশের ঐতিহ্যতবাহী সংস্কৃতি পুরুলিয়ার ছৌ।

আরও পড়ুনঃ শিল্পী স্বপন বসুকে নিয়ে ‘জার্নি’র সপ্তম পর্ব

একঝাঁক সারল্যমাখা কৈশোর, স্বাধীনতা দিবস, তেরঙা পতাকা, ছৌ নৃত্যৈ এবং রবীন্দ্রনাথ মিলে মিশে তৈরি হল জাস্ট স্টুডিওর তৃতীয় বর্ষের জন্মদিনের নিবেদন “জয় হোক জয় হোক”। পুরো প্রজেক্টটির নেতৃত্বে ছিলেন জাস্ট স্টুডিওর কর্ণধার সুচন্দ্রা ভানিয়া।

মিউজিক ভিডিওটির ক্রিয়েটিভ ডিরেক্টর চন্দ্রদয় পাল। টেকনিক্যাৈল ডিরেকশন এবং সম্পাদনার দায়িত্ব সামলেছেন সৌরভ মণ্ডল। নির্মাণের ক্ষেত্রে আগাগোড়া সঙ্গে ছিল টিম জাস্ট স্টুডিও। ২০ অগাস্ট বিকেল চারটেয় ‘জয় হোক জয় হোক’ এর ইউটিউব প্রিমিয়ার। জাস্ট স্টুডিওর অন্যা্ন্যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও খুব দ্রুত মুক্তি পাবে ভিডিওটি। ইউটিউব লিঙ্ক রইল সঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here