বড় পর্দায় আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’, মুখ্য নারীর চরিত্রে জয়া আহসান

0
516

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘অলাতচক্র’ বাংলাদেশের অগ্রণী লেখক আহমদ ছফা বিরচিত একটি উপন্যাস। একাত্তরের মুক্তিযুদ্ধকে উপজীব্য করে রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলির অন্যতম ‘অলাতচক্র’। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালে সাপ্তাহিক নিপুণ পত্রিকার ঈদ সংখ্যায়।

Jaya Ahsan | newsfront.co

পরবর্তীতে ১৯৯৩ সালে মুক্তধারা থেকে পরিমার্জিত রূপে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসেরই চলচ্চিত্র রূপ ‘অলাতচক্র’ দুই বাংলার প্রথম থ্রিডি চলচ্চিত্র।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল ও জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, ফিল্ম সোসাইটি আন্দোলনের সক্রিয় সদস্য ও চলচ্চিত্রকর্মী গাজী মাহতাব হাসান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ এবং আরও অনেকে।

আরও পড়ুনঃ বিশিষ্টদের সমাগমে সফল সিমলা ‘A বং পজিটিভ’-এর ‘রংমশাল’

একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা আক্রাম খান। সিনেমাটোগ্রাফার মাজাহারুল রাজু। চলচ্চিত্রটির ত্রিমাত্রিক চিত্র ধারণে কাজ করেছে মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’।

আরও পড়ুনঃ টিম ‘শ্লীলতাহানির পরে’র ফ্যাশন ওয়াক

‘অলাতচক্র’ ইউনিটে অংশগ্রহণের আগে তাঁরা বলিউডের বিখ্যাত অভিনেতা রজনীকান্ত অভিনীত ‘রোবট’ সিরিজের ২.০ চলচ্চিত্রের ত্রিমাত্রিক চিত্রধারণ অনুসরণ করেছেন। ১৯ মার্চ মুক্তি পাবে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here