নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
“বাংলা নিজের মেয়েকেই চায়”, এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের মূল স্লোগান। সেই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের হয়ে বাংলায় প্রচারে এলেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন। রবিবার সন্ধ্যায় তিনি মুম্বাই থেকে এসে পৌঁছেছেন কলকাতায়। সোমবার সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তারপর সাড়ে ৫ টায় টালিগঞ্জের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন অমিতাভ জায়া।
সমাজবাদী পার্টির সঙ্গে জয়া ভাদুড়ির দীর্ঘদিনের সম্পর্ক। গত চারবার দলের রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন তিনি। মুলায়ম-অখিলেশের পার্টি এবারের নির্বাচনে তৃণমূলকে নৈতিক সমর্থন জানিয়েছে। এর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন দলের প্রতিনিধি হিসেবে কিরণময় নন্দকে পাঠিয়েছিলেন অখিলেশ। এবার জয়া আসছেন তৃণমূলের হয়ে প্রচারে।
তৃণমূলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়, সেই ডাকে সাড়া দিয়েই প্রচারে আসার সিদ্ধান্ত বাংলার মেয়ে জয়ার। তিনি ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতায় থাকতে পারেন। তারই মধ্যে একাধিক প্রচার সারবেন। তবে আপাতত সোমবার টালিগঞ্জ অর্থাৎ টলিপাড়ায় রোড শো করবেন জয়া বচ্চন।
আরও পড়ুনঃ ‘২ মে-র পর কন্ডোমের দোকান দেবেন সায়নী’, অশালীন ভাষায় আক্রমণ অগ্নিমিত্রার
বঙ্গ তনয়া জয়ার ভাদুড়ি থেকে বচ্চন – এটুকু পরিচয় বদল ছাড়া আর তেমন কোনও পরিবর্তন হয়নি। পাকাপাকিভাবে মুম্বইবাসী হলেও তাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ অক্ষুণ্ণ ছিল, আছেও। বেশ কয়েকবার কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে অমিতাভ-জয়া এসেছেন শহরে।
আরও পড়ুনঃ ‘চাষির বাড়িতে ভাত খেলে বাংলা পাওয়া যায় না রে টাকলা’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা চিরঞ্জিতের
‘কলকাতার মেয়ে-জামাই’য়ের সঙ্গে মমতার সম্পর্কও বেশ ভাল। ফলে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক দু’দিক থেকে তিনি তৃণমূলের হয়ে প্রচারে আসতেই পারেন। জয়া বচ্চন এখন শুধু ঘাসফুল শিবিরের তারকা প্রচারক হিসেবে নয়, ‘বাংলার মেয়ে’ হিসেবে বাংলার আরেক মেয়ের পাশে দাঁড়াচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584