কলকাতার রাস্তাতেও এবার দেখা যাচ্ছে আইএফএ-কে

0
56

অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ

দুই বছর আগেও যেটা সম্ভব ছিল না সেটা হচ্ছে বাংলার ফুটবলে, কর্পোরেট মানসিকতার ছোঁয়া সচিব পদে বসার পর থেকেই আইএফএতে এনেছেন জয়দীপ মুখোপাধ্যায়। আইএফএ অফিসের ভোল পাল্টে গিয়েছে।

IFA poster | newsfront.co
নিজস্ব চিত্র

তবুও আইএফএ কর্তারা দাবি করছেন আরও কিছু কাজ বাকি। আইএফএ’র লোগো দেওয়া নতুন বল আনার পর আইএফএকে ব্র্যান্ডিং করতে সংস্থার লোগো কলকাতার রাস্তায় লাগাচ্ছেন জয়দীপ। সাধারণ মানুষের আগ্রহ বাংলার ফুটবলের দিকে আনতেই এই সিদ্ধান্ত বলে জানালেন জয়দীপ।

Jaydeep Mukherjee | newsfront.co
জয়দীপ মুখোপাধ্যায়

তিনি জানান, ‘এই লোগোটা আমাদের ছিল না। আমি ব্যবস্থা করে আইএফএ-র করেছি। এত বছরের একটা পুরোনো সংস্থা যারা ডার্বি আয়োজন করে, যারা ইতিহাসে প্রথমবার একটা সংস্থা হিসেবে আই লিগের দুটো ডিভিশন আয়োজন করছে। এত ইতিহাস এভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। মানুষের দৃষ্টি আইএফএমুখি করতে হবে। আমার আশা বাংলার ফুটবলের উন্নতি ঠিক সম্ভব।’

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল ছেড়ে এটিকে-মোহনবাগানের সাথে এসআরএমবি

আপাতত চাঁদনিচক-সহ কিছু এলাকাতে রয়েছে। আই লিগ শুরু হলে কলকাতার গুরুত্বপূর্ণ সব রাস্তায় এমন ব্র্যান্ডিং করার পরিকল্পনা আছে আইএফএ সচিবের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here