মুখ্যমন্ত্রীর জনসভা, ভূমিহীন পরিবারকে উচ্ছেদের বিজ্ঞপ্তি বুনিয়াদপুর পুরসভার

0
43

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

notice for delimitation of municipal wards of buniadpur | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর জনসভা তাই চটজলদি ৪ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের বিজ্ঞপ্তি দিলো বুনিয়াদপুর পুরসভা।
মুখ্যমন্ত্রী আসবেন তাই ৪ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের নির্দেশ দিলো বুনিয়াদপুর পৌরসভা। যদিও আচমকা এই নির্দেশ পেয়ে এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে ৪ ভূমিহীন পরিবারের।

কোথায় যাবেন কি করবেন কিভাবেই বা হটাৎ কর্মস্থান হারিয়ে দুবেলা অন্নের যোগান করবেন কিছুই বুঝে উঠতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন তারা। যদিও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে পূর্ত দপ্তরের জায়গা কিভাবে পুরসভা সরাসরি উচ্ছেদ করার নোটিশ দিতে পারে।

notice for delimitation of municipal wards of buniadpur | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য আগামী ৪ঠা মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ফুটবল ময়দানে সভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সভাকে কেন্দ্র করে বুধবার সভাস্থলের সামনে থাকা চারটি ভূমিহীন পরিবারকে আচমকা ৩ দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দেয়া হয় বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকে।

আরও পড়ুনঃ নাটাবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, ঘাতক গাড়িটিকে ভাঙচুর উত্তেজিত জনতার

যদিও কোনরকম পুনর্বাসন ছাড়ায় হঠাৎ করে চারটি ভূমিহীন পরিবারকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া কে অনেকেই প্রশাসনের অমানবিক দিক হিসেবেই দেখছেন।

বুনিয়াদপুরের বিজেপি টাউন মন্ডল সভাপতি সুপ্রিয় দত্ত জানিয়েছেন ” অমানবিক পুরসভা কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে। পরিবারগুলির পূনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল” পাশাপাশি সিপিআইএম নেতা গৌতম গোস্বামী বলেন ” পূর্ত দপ্তরের জায়গা পুরসভা এভাবে কখনোই আচমকা উচ্ছেদ করতে পারেনা” যদিও বুনিয়াদপুর পুরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন বলেন “অনেক আগেই ওই পরিবারগুলোকে সতর্ক করা হয়েছিল মুখ্যমন্ত্রীর জনসভা তাই চটজলদি সরিয়ে দেওয়া হয়েছে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here