বাগডোগরায় পা রেল প্রতিমন্ত্রীর

0
41

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান রেল প্রতিমন্ত্রী সুরেশ সি আন্নাডি। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা সড়ক পথ দিয়ে চলে যান বাগডোগরা রেল স্টেশনে।

minister of state visit to bagdogra | newsfront.co
নিজস্ব চিত্র

এবং বাগডোগরা রেলস্টেশনে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী রায় চৌধুরীর বহুদিনের আবেদন ছিল যে রাধিকাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে সাধারন মানুষদের একটি রেল পরিষেবা চালু করার। সেই উদ্দেশ্যকে এদিন বাস্তবায়িত করার জন্য তিনি এখানে এসেছেন। এবং রেলের যে সমস্ত সমস্যা গুলো রয়েছে সেই সব আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সেখানে।

minister of state visit to bagdogra | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে বাগডোগরা রেল স্টেশনে রেল প্রতিমন্ত্রীকে পেয়ে সেখানকার স্থানীয় এক যুবক কিছু অভিযোগ তুলে ধরেন এনজিপি রেলওয়ে হাসপাতালের বিরুদ্ধে। ওই যুবক জানায় যে গত কয়েক দিন ধরে তার বাবা ডমি রায় অসুস্থ রয়েছে।

minister of state visit to bagdogra | newsfront.co
নিজস্ব চিত্র

তার বাবা বাগডোগরা রেল স্টেশনে ট্রাক ম্যানের কাজ করেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি তাকে এনজিপি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেলওয়ে স্বাস্থ্য বীমা কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই কারণে তার বাবা ডমি রায়কে ভর্তি নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মেচেদায় এনআরসি-র বিরুদ্ধে জনসভায় পরিবহণমন্ত্রী

সেই যুবক আরো জানায় যে রেলের স্বাস্থ্য বীমা কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে সেটি মার্চ মাসে পুনরায় পাওয়া যাবে সেই কারণে তার বাবাকে রেল হাসপাতালে ভর্তি নেয়নি। এর পরে ওই যুবক তার বাবাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর এই কথা শুনে রেল প্রতিমন্ত্রী তাকে একটি আবেদন পত্র দিতে বলেন। এবং তিনি বিশেষ ট্রেনে করে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here