‘মেগাজিৎ’-এর নয়া সফর

0
68

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ বললেও কম বলা হবে। বরং বলা ভাল, মেগা সিরিয়ালের ‘ম্যান্ডেটরি’ (mandatory- বাধ্যতামূলক) মুখ তাঁর। তাঁকে যেন থাকতেই হবে। থুড়ি তাঁকে রাখতেই হবে কোনও না কোনও চরিত্রে। ইদানিং অবশ্য খল চরিত্রেই বেশি দেখা মেলে তাঁর। যেমন চরিত্রেই থাকুন না কেন আলাদা করে দর্শকের নজর কাড়েন ‘মেগাজিৎ’ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তাঁকে ‘মেগাজিৎ’ নামেই চিহ্নিত করা হয়। কারণ মেগা সিরিয়াল মানেই তাঁর উপস্থিতি নিশ্চিত। ব্যতিক্রম ঘটে না তা নয়।

Jayjit Kiyan
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং পিয়ান। ছবিঃ ফেসবুক

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘আসছি…’। রাজবেশে দেখা গিয়েছে তাঁকে। সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় খুব তাড়াতাড়িই আসছে ধারাবাহিক ‘বিক্রম বেতাল’। সেখানেই রাজার চরিত্রে আছেন তিনি৷ জয়জিতের পাশে ছবিতে রয়েছেন অভিনেত্রী পিয়ান।

আরও পড়ুনঃ সদ্য অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘তুফান’, রিভিউ দিলেন স্বয়ং শাহরুখ খান

এই মুহূর্তে ‘মোমপালক’ ধারাবাহিকে খল চরিত্রে দাপিয়ে অভিনয় করছেন তিনি। নাম অখিলেশ। তবে, এই মুহূর্তের টাটকা খবর, আসন্ন ‘মন মানে না’ ধারাবাহিকে তাঁকে পাওয়া যাবে। এই ধারাবাহিকে থাকছেন অঞ্জনা বসুও। কিন্তু কোন অবতারে জয়জিৎ-কে পাওয়া যাবে তা জানা যায়নি এখনও।

আরও পড়ুনঃ গিটারের তারে আঙুল নেই, তবুও মিউজিক বাজছে, নেটিজেনদের হাসির খোরাক ‘যমুনা ঢাকি’

শুধু মেগা সিরিয়ালে নিজেকে বন্দি করে রাখেননি তিনি। নিজের উদ্যোগে শুরু করেছেন ‘অচলায়তন’ শীর্ষক একটি ভার্চুয়াল প্রোগ্রাম। বহু অভিনেতা-অভিনেত্রী তাঁর সঙ্গে আড্ডা দেন সেখানে। উঠে আসে নানা বিষয়। একইসঙ্গে শর্ট ফিল্মও বানিয়েছেন তিনি। চলছে আরও বেশ কয়েকটির কাজ। স্পষ্টবাদী, সোজা মনের মানুষটির স্বপ্ন অনেক। সফল হচ্ছে ধীরে ধীরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here