নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে, তারপরেই জরুরি অবস্থা জারি হয়েছে দ্বীপরাষ্ট্রে। গণবিক্ষোভে উত্তাল দেশ, পথে নেমেছেন হাজারে হাজারে মানুষ। দিন কয়েক আগে দেশের সাধারণ মানুষের সঙ্গে পথে নেমে বিক্ষোভে যোগ দিতে দেখা গিয়েছিল সে দেশের পৃথিবী বিখ্যাত ক্রিকেটার সনৎ জয়সূর্যকে। এই পরিস্থিতিতে ফের সরব হলেন তিনি।
পৃথিবীবিখ্যাত কমিক চরিত্র মিস্টার বিন এবং ক্রিকেটীয় ভাষায় টুইটে তীব্র আক্রমণ করলেন দেশের সরকারকে।
Imagine Mr Bean brought into the team despite selectors rejected him because he is an ACTOR & not a cricketer! However, not only does he play when umpire rules him out refuses to leave the crease ! No more games. Last man has no chance to bat alone in cricket. Leave GRACEFULLY https://t.co/4neKZKAbV4
— Sanath Jayasuriya (@Sanath07) July 13, 2022
দেশের প্রধানমন্ত্রী এবং আপাতত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘের তীব্র সমালোচনা করে টুইটে জয়সূর্য লিখেছেন, ‘মনে হচ্ছে মিস্টার বিনকে ক্রিকেট দলে নেওয়া হয়েছে। অথচ তিনি ক্রিকেটার নন। অভিনেতা। সেই কারণে নির্বাচকরা তাঁকে দল থেকে বাদ দিয়েছিলেন। এবার আম্পায়ার আউট দেওয়ার পরেও তিনি কিছুতেই ক্রিজ ছাড়তে রাজি হচ্ছেন না। সব খেলা এ বার শেষ। ক্রিকেটে শেষ ব্যাটসম্যানের ব্যাট করার কোনও নিয়ম নেই। এ বার সসম্মানে বিদায় নিন।’
আরও পড়ুনঃ পিএম কেয়ার্স ফান্ড মামলায় এক পাতার উত্তর ফাইল, দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584