SBI ব্যতীত অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রস্তাব দিল NCAER

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের (NCAER)-এর একটি রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের উচিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলি  বেসরকারিকরণের পথে হাঁটা। NCAER রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির একটি নির্ভরযোগ্য বিকল্প  হয়ে উঠতে পেরেছে, কিন্তু অন্যদিকে এসবিআই ছাড়া বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিছিয়ে রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলির থেকে।

এনসিএইআর-এর আধিকারিক পুনম গুপ্তা এবং অর্থনীতিবিদ অরবিন্দ পানাগরিয়া-র এই রিপোর্টে সরাসরি উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় অনেক কম লাভজনক। বিভিন্ন জাতীয় স্তরের সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৪-১৫ সাল থেকে ব্যাঙ্কিং সেক্টরে বৃদ্ধি হয়েছে মূলত বেসরকারি ব্যাঙ্ক এবং এসবিআই-এর জন্য। পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কের তুলনায় এনপিএ বৃদ্ধি পেয়েছে এসবিআই ব্যাতীত অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। উল্লেখ্য, সম্প্রতি নীতি আয়োগ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের বেসরকারিকরণের পরামর্শ দিয়েছে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here