শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন জেডিইউ নেতা তথা দক্ষ কূটনীতিবিদ পবন বর্মা। ভুটানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের উপদেষ্টাও ছিলেন তিনি।
জেডিইউয়ের রাজ্যসভার সাংসদ ছিলেন পবন বর্মা। জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং দলের মুখপাত্রের দায়িত্বও সামলেছেন পবন বর্মা। সেই পবন বর্মা যোগ দিলেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজে গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান দলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন বর্মা বলেন, “আমি বিশ্বাস করি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লি পৌঁছনোর প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারও দেখা করেন তাঁর সাথে। শুধু জাভেদই নন প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নিও এ দিন মমতার সঙ্গে সাক্ষাৎ সেরেছেন। একসময় অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি।
আরও পড়ুনঃ নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ বিমান বসুর
আদবানির রাজনৈতিক কৌশলী হিসেবে কাজ করেছেন সুধীন্দ্র কুলকার্নি। একসময়, বাজপেয়ীর বক্তৃতাও লিখতেও সাহায্য় করতেন। সেরকম একজন নেতার মমতার সঙ্গে সাক্ষাৎও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলে প্রশ্ন তবে কি এবার জাতীয় রাজনীতিতেও উঠলো পরিবর্তনের ঢেউ!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584