কিউইদের বিপক্ষে ঘোষণা টেস্ট সিরিজের ভারতীয় দলের, ছিটকে গেলেন কে এল রাহুল

0
117

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আগামী ২৫ নভেম্বর তথা বৃহস্পতিবার কানপুরে শুরু হবে ভারত-নিউজল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। কিন্তু আজ মঙ্গলবার টেস্ট দলের অন্যতম অভিজ্ঞ সদস্য চেতশ্বর পূজারা সাংবাদিক সম্মেলন করতে এসে ভারতীয় সমর্থকদের শোনালেন এক দুঃসংবাদ।

Lokesh Rahul
কে এল রাহুল

তিনি জানালেন, আসন্ন সিরিজে চোটের জন্য খেলতে পারবেন না দলের ওপেনার কে এল রাহুল। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ থেকে তিনি বিশ্রামে ছিলেন। তিনি বাম দিকের ঊরুর পেশীর ব্যাথায় কাহিল হয়ে পড়েছেন। তাই পুরো সিরিজে তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করছে ক্রিকেট বোর্ড বিসিসিআই। সমর্থকদের আশা ছিল হয়তো প্রথম টেস্ট ম্যাচের পরে কোহলির মতো দ্বিতীয় টেস্টে ফিরে আসবে দলে। কিন্তু বিসিসিআই রাহুলের পরিবর্ত হিসেবে সূর্য কুমার যাদবের নাম ঘোষণা করে, সেই আশায় জল ঢেলেছে ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত উল্লেখ্য, বিরাট কোহলি প্রথম টেস্টে বিশ্রামের পর দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন। প্রথম টেস্টে অধিনায়ক এর দায়িত্বে থাকবেন অজিঙ্কা রাহানে।

সিরিজের আগে সবার আশা ছিল এই সিরিজে রোহিত ও রাহুলের ওপেন করা দেখবেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট সহ ভক্তদেরও আশাকে ধূলিসাৎ করে দিল রাহুল এর চোট। তবে সিরিজের প্রথম টেস্ট থেকে ওপেনিং করবে শুভমন গিল ও মায়াঙ্ক আগরওয়াল। কারণ এই সিরিজে বিশ্রামে আছেন হিটম্যান।

বিসিসিআই জানিয়েছে, রাহুল সেরে না ওঠা পর্যন্ত ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে(NCA) অবস্থান করবে। পরের মাসেই আছে দক্ষিণ আফ্রিকা সফর। তার আগে নিজেকে ফিট করে তোলাই এখন লক্ষ্য রাহুলের।

আরও পড়ুনঃ রোহিতের ব্যাটিংয়ে ভর করে কিউইদের সিরিজে ধবল ধোলাই করলেন টিম ইন্ডিয়া

ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ এবং রোহিত শর্মা সহ একাধিক খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এক ঝাঁক তরুণকে দলে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজের জন্য ১৬ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

দলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নামের তালিকা:

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আয়ার, সূর্য কুমার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), কে এস ভরত, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here