নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ডুমুরগেরিয়া এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।আহত হন দুই বিজেপি কর্মী।
বিজেপি কর্মী লক্ষ্মীকান্ত মাহাতোর অভিযোগ কাজ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তাঁর উপর তৃণমূল কর্মীরা মারধর করে এমনকি কুড়াল দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে,অন্য দিকে যজ্ঞেশ্বর মাহাতোর অভিযোগ, আমাদের এক কর্মীকে যখন তৃণমূল কর্মীরা মারধর করছিল সেই সময় আমি বাধা দিতে যাই,সেই সময় পুলিশ এসে আমাকে মারধর করেছে এমনটাই অভিযোগ আনলেন যজ্ঞেশ্বর মাহাতো,এই ব্যাপারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ধীমান কোলে বলেন এলাকায় বিজেপি জয়ী হলেও সংযত রয়েছে বিজেপি কর্মীরা,
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূমের বড়রা
কিন্তু তৃণমূল কর্মীরাই সন্ত্রাস করে যাচ্ছে,দু দিন আগেই আমাদের এলাকায় যখন বিজয় মিছিল হচ্ছিল তখন আমাদেরই এক কর্মী তৃণমূল কর্মীর বাড়ির সামনে বাজি পোড়ায়,আজকে যখন সেই কর্মী কাজ সেরে বাড়ি ফিরছিল সেই সময় তাঁকে একা তাঁরা মারধর করেন এমনটাই অভিযোগ করলেন ধীমান কোলে,এমনকী তিনি আরও বলেন এলাকায় জলের লাইন কেটে দিয়ে সন্ত্রাস তৈরি করছে তৃণমূলের গুণ্ডাবাহিনী,
সেই নিয়ে এলাকার মানুষ তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন,আমি প্রাথমিক ভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি,প্রশাসন যাতে এই ব্যাপারে হস্তক্ষেপ করে তা না হলে,এলাকার মানুষ যদি ক্ষোভ উগড়ে দেয় তাহলে তৃণমূল কর্মীদের বাঁচানো যাবে না এমনই বক্তব্য দেন ধীমান কোলে।অন্যদিকে পুরো ব্যাপারটা অস্বীকার করেছে তৃণমূল,ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584