মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রকাশিত হল ২০২১-এর জয়েন্ট এন্ট্রান্স (জেইই-মেন) পরীক্ষার ফলাফল। মঙ্গলবার মধ্যরাতে আংশিকভাবে এই সর্বভারতীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তবে আজ বুধবার সম্পূর্ণ রেজাল্ট প্রকাশিত হয়েছে। শীঘ্রই রেজাল্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)-এর অফিসিয়াল ওয়েবসাইট (nta.ac.in)-এ ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) চারটি সেশনের পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পরীক্ষার্থী ১০০পার্সেন্টাল পেয়েছেন।
রেজাল্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ)-র তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে চারজন অন্ধ্রপ্রদেশ, ২ জন তেলেঙ্গানা, ২ জন করে উত্তরপ্রদেশ ও রাজস্থানের পরীক্ষার্থী। এছাড়াও, কর্নাটক, পঞ্জাব, বিহার, দিল্লি, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে প্রার্থী শীর্ষ স্থানে দখল করেছেন। পশ্চিমবঙ্গের কোনও পরীক্ষার্থীর নাম প্রথম ১৮ জনের তালিকায় পাওয়া যায়নি।
jeemain.nta.nic.in-ওয়েবসাইটে গেলেই পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট দেখতে পাবেন। এরজন্য প্রথমে jeemain.nta.nic.in-এই ওয়েবসাইটটিতে যেতে হবে। তারপর পরীক্ষার্থীরা ডিসপ্লেতে রেজাল্টের লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কেই ক্লিক করতে হবে তাঁদের। এরপর লগ ইনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করলেই পরীক্ষার্থীরা ঘরে বসেই দেখতে নিতে পারবেন জয়েন্ট এন্ট্রান্স(জেইই-মেন) পরীক্ষার ফলাফল।
আরও পড়ুনঃ সর্বভারতীয় পরীক্ষায় বিরল সাফল্য ভাইবোনের
এছাড়াও, DigiLocker-এর মাধ্যমেও ফল জানতে পারবেন জেইই-মেন-এর পরীক্ষার্থী। তারজন্য প্রথমে DigiLocker লিঙ্কে ক্লিক করে তারপর সেখানে আধার নম্বর অনুযায়ী নিজের নাম, জন্মের তারিখ, মোবাইল নম্বর দিতে হবে পরীক্ষার্থীদের। তাহলেই একটি বক্স আসবে, সেখানে একটি ছয় ডিজিটের সিকিউরিটি পিন সেট করে নিজের ই-মেল আইডি দিতে হবে। এরপর আধার নম্বর যোগ করতে হবে। আর তারপর তথ্য সাবমিট করে একটি ইউজারনেম বেছে নিলেই পরীক্ষার্থীর ফলাফল চলে আসবে স্ক্রিনে। আজ বুধবার সকাল থেকে এই দুই পদ্ধতিতেই ফলাফল জানতে পারবেন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (জেইই-মেন)-এর পরীক্ষার্থীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584