নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন, করোনা বিধি মানা হচ্ছে না টলিউডে। জ্বর লুকিয়ে কাজ করে চলেছেন অনেকে। জ্বরের ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন। এবার তাঁর সঙ্গে সহমত পোষণ করলেন অভিনেতা জিতু কমল।
দুজনেই এই মুহূর্তে আকাশ আট চ্যানেলে ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে অভিনয় করছেন মা-ছেলের চরিত্রে।শুক্রবার ইনস্টাগ্রামে নিজের করোনা পরীক্ষা করার ভিডিও শেয়ার করেন জিতু। তিনি লেখেন- “জানি না কাল কী অপেক্ষা করছে… ভয় অন্য জায়গায়, আমার দ্বারা কেউ সংক্রমিত না হয় যেন।”
দু’দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন অভিনেতা। তাই শুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন জিতু। তবে, করোনা পরীক্ষার ফলাফল এল নেগেটিভ৷ ইনস্টাগ্রামে কোভিড সংক্রান্ত নানা নিয়মবিধি শেয়ার করেছেন জিতু।
আরও পড়ুনঃ প্রয়াত বলিউড তারকা অমিত মিস্ত্রী
ওদিকে ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকেরই আরেক অভিনেতা অনামিকা সাহার রিপোর্ট পজিটিভ।এহেন সব ঘটনা বাংলা টেলিভিশনের উপর ফের আঘাত হানতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584