নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বর্ষায় ক্রমশ জল বাড়তে শুরু করেছে মহানন্দায়। বিপাকে পড়েছেন চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জল বাড়ার সাথে সাথে বেড়েছে স্রোতের গতিবেগও। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বন্যার জলে তলিয়ে যাওয়ার ভয়ে কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন গ্রামবাসীরা। ফলে গ্রামে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। তাদের দুরবস্থা লাঘব করতেই বৃহস্পতিবার চাল, ডাল, আলু নিয়ে চলে আসেন মালদহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন।
রফিকুল হোসেন জানান, ‘ওই গ্রামের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেন সারা বছর। মহানন্দা নদীর উপর বাঁশের বা পাকা কোনও সেতু না থাকায় খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের প্রায় ১২০০ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। গ্রামের সাধারণ মানুষ সকলেই প্রতিদিন জীবন-জীবিকার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়েই নৌকাতে পারাপার করেন।’
আরও পড়ুনঃ একাধিক দাবিতে ডেপুটেশন ‘অ্যাবেকা’ -র
এদিন বিডিও ও এসডিওর সঙ্গে আলোচনা করেই নদী পারাপারের জন্য নৌকা, লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন রফিকুলবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584