নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এখনই বাতিল হচ্ছে না পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা জেক্সপো। ২৪ অগাস্ট পর্যন্ত অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়।
তিনি বলেন, কারিগরি শিক্ষামন্ত্রী পুর্ণেন্দু বসুর অনুমোদন পেলেই ওয়েবসাইটে তা তুলে দেওয়া হবে। প্রতিবছর এই পরীক্ষায় কয়েক লাখ আবেদন জমা পড়ে। কিন্তু এবছর করোনার জেরে জেক্সপো বাতিলই করা হচ্ছে বলে ধরে নিয়েছিল অনেকে।
অন্যদিকে, পলিটেকনিকের বিভিন্ন সেমেস্টারের মূল্যায়ন নিয়ে কলেজগুলির পদক্ষেপ ঘিরে বিভ্রান্তি চলছেই। কৃষ্ণনগরের একটি সরকারি পলিটেকনিক কলেজে মঙ্গলবার রাতে পড়ুয়াদের জানানো হয়, বুধবার ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতে পড়ুয়ারা ব্যাপক ক্ষিপ্ত হন।
আরও পড়ুনঃ শিক্ষানীতির খসড়া প্রস্তুতের সময় পশ্চিমবঙ্গ থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নিঃ পার্থ
কারণ, ওই ভাইভার নম্বর তাঁদের সার্বিক ফলাফলে ভূমিকা রাখবে। এমন একটি পরীক্ষা কয়েক ঘন্টার নোটিসে কীভাবে নেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। সংসদ তা জানতে পেরে পরীক্ষা বাতিল করে বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584