ঝালদায় কংগ্রেস কাউন্সিলার হত্যা তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ভিনরাজ্য থেকে গ্রেপ্তার আরও ১

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর  তপন কান্দু হত্যা তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের। কাউন্সিলার খুনের অন্যতম চক্রী ঝাড়খণ্ডের বাসিন্দা কালেবর সিং-কে বোকারো থেকে গ্রেপ্তার করলো বিশেষ তদন্তকারী দল। আজ তাকে আদালতে পেশ করা হয়, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরুর পর থেকেই দাবি করা হচ্ছিল ভিনরাজ্যের যোগ রয়েছে এই হত্যাকান্ডে।

jhalda congress councilor murder
মৃত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু

 

গত ১৩ মার্চ বিকেলে ঝালদা-বাঘমুন্ডি সড়কে গোকুলনগর গ্রামের কাছে দুষ্কৃতিদের গুলিতে খুন হন ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নেমে তাঁর ভাইপো তথা ঝালদা পুরসভার নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দুকে গ্রেপ্তার করেছিল বিশেষ তদন্তকারী দল। এরপরে দ্বিতীয় অভিযুক্ত ও হত্যার অন্যতম চক্রী হিসেবে বোকারোর জরিডি থেকে কালেবর সিংকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল।

আরও পড়ুনঃ বিনে পয়সার বস্ত্র বিপণী ”বেঁচে থাকার লড়াই” উদ্বোধন

পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, ”তপন কান্দু হত্যাকাণ্ডে আরেকজনকে গ্রেপ্তার করেছি আমরা। সে অন্যতম মূলচক্রী।” তবে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে এই কালেবর সিংয়ের ভূমিকা ঠিক কি ছিল , তা জানা যায়নি এখনও। ধৃত কালেবর সিং পেশাদার ভাড়াটে  খুনি নাকি খুনের ষড়যন্ত্রকারী নাকি খুনের দিন বাইকে চড়ে আসা তিনজনের মধ্যে একজন – সে বিষয়টি  তদন্তের স্বার্থে এখনো সংবাদ মাধ্যমের কাছে  স্পষ্ট জানাননি তদন্তকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here