ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যার্পন’ এ আপ্লুত খোয়া যাওয়া মোবাইল মালিকরা

0
182

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

Jhargram district police 'return' | newsfront.co
প্রত্যার্পন।নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রত্যার্পন অনুষ্ঠানে মুখে হাসিফুটল ওদের। ওদেরই মোবাইল হারিয়ে ছিল কারুর বা চার মাস আগে কারুর বা এক বছর পূর্বে।আজ সেই মোবাইল গুলির মধ্যে কুড়িটি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ছোট ছোট জিনিস নিয়ে সাধারন মানুষের অনেক আবেগ জড়িয়ে থাকে এতদিন অভিযোগ হলেও গুরুত্ব দিয়ে দেখা হত না কিন্তু এবার থেকে তা দেখা হবে।মানুষের সুবিধার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের ওয়েবসাইটে একটি লিঙ্ক চালু করা হবে যার মাধ্যমে থানায় না গিয়ে অভিযোগ জানানো হবে।এর নজরদারিতে জেলা পুলিশের আধিকারিকরা।আজ যে কুড়িটি মোবাইল তুলে দেওয়া হয় তার বাজার মূল্য আড়াই লক্ষ্য টাকা।পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,জেলা পুলিশের হারিয়ে যাওয়া জিনিস গুলিকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যার্পন নামে একটি প্রয়াস নেওয়া হয়েছে। প্রথমধাপে,গত পনেরো দিনে আমরা হারিয়ে যাওয়া ছাব্বিশটি মোবাইল উদ্ধার করা হয়েছে।মোবাইল ফেরৎ পেয়ে পূজা মিশ্রা বলেন যে ইংরেজি বছরের প্রথম দিন পুলিশের ফোন পেয়ে প্রথমে কিছুটা হতচকিত হয়ে গেছিলাম।তারপর যখন শুনলাম আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে এবং তা ফিরিয়ে দেওয়ার জন্য ডাকছে তখন আনন্দে আপ্লুত হয়ে গেছিলাম এবং জেলা পুলিশের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে ছিলাম ,আজ হাতে পেতে জেলা পুলিশের পুলিশ সুপারকে স্যালুট জানালাম।আরেক মহিলা সুপ্রিয়া সাউ বলেন গত এক বছর আগে আমার মেয়ের ১০ হাজার টাকা দামের মোবাইল ফোন হারিয়ে যায় ফুচকা খেতে গিয়ে।তারপর পুলিশে লিখিত অভিযোগ করি,কিন্তু কষ্টের পয়সায় কেনা মোবাইল এর আশা ছেড়ে দিয়েছিলাম।ভেবেছিলাম পুলিশের এত কাজ তার মধ্যে কি আমার মেয়ের খোয়া যাওয়া মোবাইল খোঁজ করার সময় আছে। কিন্তু যখন ফোন গেলো পুলিশের তরফ থেকে এবং খোওয়া যাওয়া মোবাইল ফোন পাওয়া যাবে তখন আনন্দে আপ্লুত হলাম এবং এত কাজের মাঝেও পুলিশের এহেন কাজে সাধুবাদ জানিয়েছে সবাই।

আরও পড়ুন: ওপারে স্কুল থেকে হাসপাতাল সব,এপার থেকে রেলক্রসিং পেরোতেই নাজেহাল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here