বিজয়ীদের জঙ্গলমহল কাপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার

0
84

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত জঙ্গলমহল কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে, উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর ৷ তিনি বিভিন্ন বিভাগে জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

trophy | newsfront.co
পুরস্কার প্রদান ৷ নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই বছর নভেম্বরের শেষের দিকে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল কাপের সূচনা হয়, মূলত জঙ্গলমহলের ছেলেমেয়েদের প্রতিভাকে সামনে তুলে আনার জন্য প্রতিবছর এই জঙ্গলকাপ অনুষ্ঠিত হয়ে থাকে।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনের সমর্থনে ভগবানগোলায় ধরনায় বসল কেকেএমএস নেতৃত্ব

মূলত তীরন্দাজি, কবাডি, ফুটবল এই তিন ধরণের খেলায় জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল, এবং আজ এই জঙ্গলমহল কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে ৷

আরও পড়ুনঃ বালুরঘাটের নয়া পৌর প্রশাসক বোর্ডের প্রতি অসন্তোষ প্রকাশ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

এই তিন ধরণের খেলায় যে সমস্ত ছেলে মেয়েরা জয় লাভ করেছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দেন ঝাড়গ্রাম জেলার জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর ।

জেলা পুলিশ সুপার অনুষ্ঠানে এসে বলেন ” পশ্চিমবঙ্গ সরকারের একটি ভালো উদ্যোগ হল জঙ্গল মহল কাপ, নতুন প্রজন্মে কে উদ্বুদ্ধ করার জন্যেই এই উদ্যোগ”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here