নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
আচমকা প্রাথমিক স্কুলে গিয়ে বাচ্চাদের ইংরেজি ক্লাস নিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। ননীবালা প্রাথমিক বিদ্যালয়ে যান জেলাশাসক।
তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র, জেলা শিক্ষা আধিকারিক (সমগ্র শিক্ষা মিশন) শুভব্রত মণ্ডল। শিক্ষিকা রূপে দেখা গেল দুটি স্কুলে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ-কে।
ঝাড়গ্রাম শহরের সরকারি ইংরেজি মাধ্যম ননীবালা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তৃতীয় শ্রেণীতে ইংরেজি ক্লাস নেন এবং পড়া ধরেন। খুদে পড়ুয়াদের রিডিং পড়তে বলেন।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ
পড়ার সময় পড়ুয়াদের উচ্চারণের সময় কিছু ভুল ত্রুটি ধরে শুধরেও দেন। উচ্চারণ কেমন ভাবে করতে হবে এবং ভালো হাতের লেখা করার নিয়ম কানুনও শিখিয়ে দেন জেলাশাসক। তারপর শহরের বেনাগেড়িয়া ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়েও যান জেলাশাসক। কেন স্কুলে গেলেন তিনি ?
ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘গত বছর জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের বিট্রিশ কাউন্সিল থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল ইংরেজি পড়ানোর জন্য। সেখানে পড়ুয়ারা এখন কেমন ইংরেজি শিখছে তা দেখতে স্কুলে গিয়েছিলাম।’ তাঁর সঙ্গে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জেলার ডিআই(প্রাথমিক) শুভাশিস মিত্র, জেলা শিক্ষা আধিকারিক শুভব্রত মণ্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584