এবারেও পূজার থিমে সারা বাংলার নজর কাড়তে তৈরী গিধনী স্পোর্টিং ক্লাব

0
311

সুদীপ কুমার খাঁড়া, ঝাড়গ্রাম

বিগত কয়েক বছর ধরে নজরকাড়া মন্ডপ তৈরী করে সংবাদ শিরোনামে এসেছে ঝাড়গ্রাম জেলার গিধনী স্পোর্টিং ক্লাব।এবারেও গোটা বাংলার নজর কাড়তে জোর কদমে চলছে প্রস্তুতি ।গিধনী স্পোর্টিং ক্লাবের এবারের থিম ‘ছোটদের দুনিয়া’।

ব্লু হোয়েল সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

পুজো কমিটির সম্পাদক শ্রী সুমন প্রতিহার বলেন, তাদের এবারের থিমের উদ্দেশ্য সেই সমস্ত অভিভাবকদের সচেতন করা, যারা শিশুর চলতে শেখার পর থেকেই তাকে সাজিয়ে – গুছিয়ে নামিয়ে দেয় প্রতিযোগিতার আসরে। পুজো মণ্ডপে ঢোকার মুখেই থাকছে ৩০ ফুট উচুঁ দুটি জিরাফ। উদ্যোক্তাদের একজন বলেন – “আমরা চাই শিশুরা সমাজে জিরাফের মতো মাথা উচুঁ করে বাঁচুক”।

থার্মোকলের তৈরি কাজের শেষে তুলির টান।

মূলত থার্মোকল কেটে তৈরি করা বিভিন্ন মূর্তির মাধ্যমে দেখানো হবে কিভাবে শিশুরা ক্রমশ বাংলা ছড়া, ঠাকুমা-দিদিমার মুখ থেকে শোনা রূপকথার গল্প ছেড়ে সারাক্ষণ কার্টুন শো’য়ে ডুবে থাকে। দেখানো হবে কিভাবে টেম্পল রানের মতো মোবাইল গেম কিভাবে কেড়ে নিচ্ছে শিশুদের চিন্তা শক্তি, তাদের নিজস্বতা।

ইঁদুর দৌড়ে ক্লান্ত কিশোরের ব্লু-হোয়েলের মত মারক খেলার শিকার হওয়ার ঘটনাও তুলে ধরবে এরা। স্থানীয় অডিটোরিয়ামে চলছে রাত-দিনের প্রস্তুতি। সমস্ত শিল্পকর্মই ক্লাবের ছেলেরা নিজের হাতেই তৈরী করে। তাই কচি-কাঁচা থেকে প্রবীণ সবাই এখন ব্যস্ত মন্ডপ সজ্জায়।

তৈরি হচ্ছে মন্ডপ।

এমন প্রত্যন্ত গ্রামে এমন বড় উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। গত কয়েক বছর নানান থিম তৈরি করে এই পুজো কমিটি তাক লাগিয়ে দিয়েছে সারা বাংলাকে। ঝুলিতে পুরস্কারও এসেছে অনেক।

সবাই ব‍্যাস্ত।

উদ্যোক্তাদের আশা এবারও মিলবে “বিশ্ব বাংলা শারদ সম্মান”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here