নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বুধবার ঝাড়গ্রাম জেলায় জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচন হবে।দুপুর দেড়টার সময় জেলা পরিষদ ভবনে অনুষ্ঠানটি হবে।দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আসার পরই জানা যাবে কে সভাধিপতি হবেন ও কে সহসভাধিপতি হবেন।
ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৬টি আসনের মধ্যে এবার তৃণমূল ১৩টি আসনে ও বিজেপি ৩টি আসনে জয়ী হয়েছে।তবে জেলা পরিষদের সভাধিপতি আসনটি এস সি মহিলা সংরক্ষিত।তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যে এস সি মহিলা রয়েছেন দু’জন।একজন মাধবী বিশ্বাস,অন্যজন সুজলা তরাই।মাধবীদেবী জেলা পরিষদের বিদায়ী নারী ও শিশুকল্যাণ কর্মাধ্যক্ষ। তিনি লালগড় থেকে জয়ী হয়েছেন।আর বেলিয়াবেড়া ব্লক থেকে জয়ী হয়েছেন সজুলা তরাই।সুজলাদেবী বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির বিদায়ী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ।মাধবীদেবী ৬৬৪৫ ভোটে জয়ী হয়েছিলেন। সুজলাদেবী ৩২৩৭ ভোটে জয়ী হয়েছিলেন।মাধবীদেবী জেলা পরিষদের গত পাঁচ বছর ধরে কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলানোয় জেলা সভাধিপতি হওয়ার পাল্লা তাঁর দিকেই ভারী।অন্যদিকে, সহসভাপতির আসনটি সাধারণের।সহ-সভাধিপতির দৌড়ে রয়েছেন চারজন সদস্য।এই চারজন হলেন উজ্জ্বল দত্ত, দেবনাথ হাঁসদা, মধুসূদন সরেন ও স্বপন পাত্র।জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচনের জন্য কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার মিটিং করেছেন।পার্থবাবু আসার পর জানা যাবে কে সভাধিপতি ও কে সহসভাধিপতি হবেন।
আরও পড়ুনঃ গরু বোঝাই গাড়ি উল্টে মৃত এক,আহত এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584