করোনা মোকাবিলায় একদিনের বেতন দান করলেন ঝাড়গ্রামের পুলিশ কর্মীরা

0
36

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা। জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর জানান, ‘জেলার পুলিশ কর্মীরা একদিনের বেতন মোট ২১ লক্ষ ১৬ হাজার ৭৮ টাকা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে দান করলেন।’

Police | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন আনুষ্ঠানিক ভাবে জেলার পুলিশ কর্মীদের বেতনদানের তালিকা জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেন জেলার সশস্ত্র পুলিশের ইন্সপেক্টর রামপ্রবেশ সিং। জেলা পুলিশ সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড বাদে জেলার সমস্ত পুলিশ কর্মী একদিনের বেতন দান করেছেন।

আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে হঠাৎ ট্রেনের শব্দে চমকে শহরবাসী

করোনা মোকাবিলার জন্য এর আগে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মী ও আধিকারিকেরা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে অর্থদান করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি, বিভিন্ন সংস্থা ও বিশিষ্টজনেরাও জেলাশাসকের মাধ্যমে কিংবা সরাসরি অনলাইনে রাজ্যের ত্রাণ তহবিলে আর্থির সাহায্য পাঠিয়েছেন। সেই তালিকায় এবার সংযোজিত হল ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীদের দানও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here