নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
শুধুমাত্র খবরের কাজই নয়, খবরের কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এল ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব। রাজ্য সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও ঝাড়গ্রাম শহরের সবজি মার্কেটে বেশ কিছু ব্যবসায়ী মাস্ক পরছিলেন না। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই রবিবার সকালে ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সদস্যরা সবজি মার্কেটে ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন মাস্ক ও গ্লাভস।

এদিন সকালে এই কর্মসূচীর সূচনা করেন ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি এদিন আইসি এক সবজি ব্যবসায়ীর হাতে মাস্ক তুলে দেন। এমনকি ঝাড়গ্রাম থানার আইসি ওই ব্যবসায়ীকে বলেন, বাজারে সবজি বিক্রির সময় অবশ্যই মুখে মাস্ক পরবেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জের পরে এবার ইসলামপুর, সন্দেহজনক দুই রোগীর লালারসের রিপোর্ট ‘নেগেটিভ’
শুধু তাই নয় বাড়ির লোকজনকেও বলবেন। এমনকি অযথা বাড়ি থেকে বের হবেন না। খুবই প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করবেন। ইতিমধ্যেই ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ভিড় এড়াতে সরানো হয়েছে খুচরো ও পাইকারি দোকান।
এর পাশাপাশি ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বলেছিলেন, বাড়ি থেকে যদি খুবই প্রয়োজনে বের হতে হয়। তাহলে অবশ্যই মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন সময় খবরের কাজে এসে দেখেছি বেশ কিছু সবজি ব্যবসায়ী মুখে মাস্ক পড়ছিলেন না। তাই আমরা এদিন ১০০ জন সবজি ব্যবসায়ীর হাতে মাস্ক ও গ্লাভস তুলে দিয়েছি। মুখে মাস্ক পরে ব্যবসা করার জন্য আমরা অনুরোধ করেছি ব্যবসায়ীদের”। তবে এদিন সাংবাদিকদের উদ্যোগে মাস্ক ও গ্লাভস পেয়ে খুশি ব্যবসায়ীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584