নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
নব রূপে সেজে উঠছে ঝাড়গ্রাম মিনি জুলজিক্যাল পার্ক।শহরের হাতের কাছে পর্যটকরা পেয়ে যাবেন বোটিং করারও সুযোগ।চিড়িয়াখানা সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে।প্রশাসনিক ভবন,পশু চিকিৎসাকেন্দ্র,নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার সহ নানা সুবিধাযুক্ত জুলজিক্যাল পার্ক আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নতুন চেহারাতে সামনে আসবে।পর্যটকদের মনোরঞ্জনের জন্য বনদফতরের পক্ষ থেকে জু-লাগোয়া জঙ্গল ঘেরা প্রাকৃতিক পরিবেশে একটি বড় জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, জুলজিক্যাল পার্কের লাগোয়া বনদফতরের একটি তিন একরের জলাশয় রয়েছে।এই জলাশয়ে হবে বোটিং।ইতিমধ্যে জলাশয়টিকে সংস্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে।পশু চিকিৎসা ভবনের কাজ শেষ হয়েছে।প্রশাসনিক ভবন এবং নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের কাজও শেষ।চিড়িয়াখানায় শতাধিক চিতল হরিণ,লেপার্ড,নীলগাই,হায়না,বিভিন্ন প্রজাতির সাপ,পাখি, হনুমান,বানর,ভালুক সহ নানা প্রজাতির পশু রয়েছে।সব মিলিয়ে এই পার্ক জেলার অন্যতম আকর্ষণের কেন্দ্র হতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584