উমার ফারুক
যে ঝোড়ো জাহাজটি এসেছিল আমার বন্দরে
সে আকস্মিক না জানিয়েই গেছে চলে।
এনেছিল প্রবল সামুদ্রিক জলোচ্ছাস
সিক্ত,সঞ্জীবিত করেছিল আমার তনু মন।
সেই ঝোড়ো জাহাজটি সকলের একমাত্র বাহন
তাই শূন্য বন্দর,নেই যাত্রী গুঞ্জন,কোলাহল।
তার মহা প্রস্থানের এতকাল অতিক্রান্ত
সমুদ্রের নোনাজল অশ্রু হয়ে ঝরে চলেছে আজও।
বিধাতা কি বিপুল সম্ভারে সজ্জিত করে
জাহাজটি পাঠিয়েছিলেন আমার শূন্য বন্দরে।
রাতারাতি আমি পরিণত ধনকুবেরে
বিধাতা তা কেড়ে নিয়ে আমায় করেন সর্বহারা।
জল,স্থল,অন্তরীক্ষে করি তার সন্ধান
নেই কোথাও,অশ্রুর মন্দাকিনীতে করি অবগাহন।
আজও সূর্য পূর্বে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়
কিন্তু তার অবর্তমানে যেন প্রকৃতি তোলপাড়।
সে যে আমার অতীত,বর্তমান,ভবিষ্যৎ
তাকে নিয়েই তো আমার আগামীর পথ চলা।
উত্তাল সমুদ্রে পাড়ি জমানোর শক্তি নিঃশেষ
ঝোড়ো জাহাজটি ছাড়া আমি যে জীবন্মৃত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584