করম উৎসবে ঝুমুর প্রতিযোগিতায় প্রথম মেহেন্দিপাড়া

0
199

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

শুক্রবার সারারাত করম উৎসব অনুষ্ঠিত হয় বালাবন্ধ গ্রামে। সারারাত ধরে ৩৫টি ঝুমুর দলের ঝুমুর নৃত্য প্রতিযোগিতা চলে। ঝুমুর নৃত্য প্ৰতিযোগীতা দেখবার জন্য সারারাত ধরে কয়েক হাজার লোকসংস্কৃতি প্রেমী মানুষদের ভিড়ে জমে ওঠে বালাবন্দের নৃত্য প্রতিযোগিতার আসর।

Jhumur competition at Karam festival | newsfront.co
নিজস্ব চিত্র

বিরসা সেবাইত সমিতির রাজ্য সম্পাদক ধীরেন্দ্র পাহান বলেন ঝুমুর নৃত্য প্রতিযোগিতায় চলে জোরদার প্রতিযোগিতা। কাকে ছেড়ে কাকে পুরস্কৃত করা হবে বিচারকরা সমস্যায় পড়ে যায়।

আরও পড়ুনঃ ঐতিহাসিক বালুরঘাট দিবস উদযাপন

অবশেষে বিচারকদের চুলচেরা বিচারে প্রথম স্থান দখল করে মহেন্দিপাড়া ঝুমুর দল, দ্বিতীয় স্থান দখল করে বুনিয়াদপুর ও বালাবন্ধ ঝুমুর দল এবং তৃতীয় স্থান দখল করে ইটাহারের ভদ্রশিলা ঝুমুর দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here