ভিডিওতে একটি ‘ঝুমুর’ প্রয়াস

0
81

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০১৫ সালে সাগরিকা মিউজিক থেকে প্রকাশ পায় লোকশিল্পী মৈনাক পালধী’র অডিও অ্যালবাম ‘ভিতর বাহিরে’। সংকলনটিতে রয়েছে মোট দশটি গান। এই অ্যালবামের দ্বিতীয় গান ‘কালো জলে কুচলা তলে’ (ঝুমুর) মিউজিক ভিডিও অ্যালবামের আকারে প্রকাশ পেল ডিজিটাল প্ল্যাটফর্মে।

Mainak Paladhi | newsfront.co

শিল্পী মৈনাক পালধীর কথায়- “২০১৫ সাল আমার কাছে একটা স্মরণীয় বছর। কারণ এ বছরই আমার প্রথম লোকগানের অ্যালবাম ‘ভিতর বাহিরে’ প্রকাশ পেয়েছিল, সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের হাত ধরে। তাঁরই একটি গান ‘ভিতর বাহিরে’ এর আগে অ্যালবাম আকারে আগে প্রকাশ পেয়েছিল। সেটিও মানুষের কাছে খুব সহজেই পৌঁছে গিয়েছিল। মেদিনীপুরের মানুষের সঙ্গে ঝুমুর গান ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু আমি মেদিনীপুর জেলার মানুষ তাই আমার মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল, ঝুমুর গানের ভিডিও আপনাদের সামনে আনার।”

আরও পড়ুনঃ পঞ্চম বর্ষে ‘সিনেমার সমাবর্তন’ উৎসর্গ করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে

শিল্পী আরও বলেন, এই গানটা শিখেছিলাম আমার গুরু অভিজিৎ বসুর কাছ থেকে। জনপ্রিয় সিনেমা ‘উত্তরা’তে অভিজিৎ বসু নিজেই গানটা গেয়েছিলেন। এটা একেবারেই একটা ঐতিহ্যবাহী ঝুমুর গান।

আরও পড়ুনঃ অনির্বাণের পরিচালনায় শেক্সপিয়রের নাটকে সোহিনী

সে কারণেই ঝুমুরকে প্রাধান্য দেওয়া এবং আমার গুরু অভিজিৎ বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই গানটা আমি মিউজিক ভিডিও অ্যালবাম আকারে প্রকাশ করলাম। আর আমি চেষ্টা করেছি গানটাকে সঠিক রূপদান করতে।… এই অ্যালবামের চিত্রগ্রহণ করেছেন সুদীপ্ত মিত্র। মিউজিক আয়োজনে শুভেন্দু দাস (মাখন)।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here