একদিকে রণগ্রাম ব্রিজ বন্ধ অন্যদিকে জীবন্তি শেরপুর রাস্তার বেহাল দশা, পরিদর্শনে অধীর চৌধুরী

0
84

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের প্রায় ১০ কিলোমিটার রাস্তার অবস্থা এতটাই বেহাল অবস্থা যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক, টোটো, যাত্রীবাহী বাস যাওয়ারও অযোগ্য হয়ে উঠেছে। এমন কী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টারও বেশি সময় লাগে।

Road condition
রাস্তার বেহাল দশা। নিজস্ব চিত্র

বর্তমানে বৃষ্টির জলে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে চলাচল। বিপাকে সাধারন মানুষ। দীর্ঘদিনের বেহাল রাস্তা পরিদর্শনে এলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

একদিকে কান্দির রনগ্রাম ব্রিজ বন্ধ অন্যদিকে জীবন্তি শেরপুর রাস্তা অবস্থা এতটাই বেহাল যে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, রাজ্য সরকার নিয়মিত ট্যাক্স নেওয়া সত্ত্বেও কেন দীর্ঘদিন ধরে রাস্তা সংস্করণ হচ্ছে না? বলে প্রশ্ন তুলেছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Ranjan Chowdhury
পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী।নিজস্ব চিত্র

এ প্রসঙ্গে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, “জীবন্তি থেকে শেরপুরের রাস্তা সংস্করণের কাজে ২৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে”। এর প্রতুত্তরে অধীর চৌধুরী বলেন, “ফালতু কথা মানুষকে ভাওতা দিয়ে লাভ নেই। এতদিন ধরে রাস্তার বেহাল দশা কেন ঠিক হচ্ছে না? তাছাড়া রাজ্য সরকার কী মানুষকে ভিক্ষা দিচ্ছে নাকি? বলে কটাক্ষ করেন। তারপরেই বলেন, “একদিকে রণগ্রাম ব্রিজ বন্ধ অন্যদিকে জীবন্তি শেরপুরের একমাত্র যোগাযোগের রাস্তা তাও বন্ধ মানুষ যাবে কোথায়?”

তাছাড়া উত্তর প্রদেশের কৃষক হত্যা নিয়ে সোমবার বিকেলে জীবন্তি থেকে মহলন্দী পর্যন্ত ধিক্কার মিছিল করে কংগ্রেস। সাধারণ মানুষকে কাছে পেতে রাস্তায় দাড়িয়ে বাচ্চাদের হাতে দেওয়া হয় চকলেট।

আরও পড়ুনঃ লখিমপুর যাওয়ার পথে গ্রেপ্তার প্রিয়াঙ্কা গান্ধী, দাবি কংগ্রেসের, পৌঁছেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও

উল্লেখ্য, বহরমপুর বীরভূম থেকে আসা শেরপুর রাস্তা হয়ে বহরমপুর মালদা যাওয়া গাড়িগুলো অতিরিক্ত বালি এবং পাথর ওভার লোডের ফলে অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ১০ কিমি রাস্তা। যার ফলে নাজেহাল অবস্থা যানবাহন থেকে সাধারণ মানুষের, বার বার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখন দেখার বিষয় সঠিক ভাবে রাস্তার কাজ শুরু হবে নাকি রাজনৈতিক তর্জা চলবে! মানুষ আদৌও দৈনন্দিন যন্ত্রনা থেকে মুক্তি পাবে কি?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here