জিও টাওয়ারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সরকারের অনড় মনোভাবকে বার্তা কৃষকদের

0
81

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একের পর এক আলোচনার পরেও কৃষি আইন নিয়ে অনড় কেন্দ্র। সূত্রের খবর, সরকারের ওপর চাপ বাড়াতে আন্দোলনরত কৃষকরা এবং আন্দোলনের সমর্থকদের তাই লক্ষ্য এখন পাঞ্জাবের রিলায়েন্স জিও-র টেলিকম টাওয়ারগুলি, টাওয়ারের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Punjab Farmers protest | newsfront.co
পাঞ্জাবে বিক্ষোভ

তাতে গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে ঠিকই, কিন্তু অনমনীয় সরকারের কাছে তাঁদের বার্তা এভাবেই পৌঁছে দিচ্ছেন তাঁরা।

গোটা পাঞ্জাবে প্রায় ৯০০০ টাওয়ার রয়েছে রিলায়েন্স জিও-র। তার মধ্যে এখনো অব্দি ১৩০০টি টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়েছে। ব্যাপক ভাবে তার প্রভাব পড়েছে গ্রাহক পরিষেবাতে; বিপর্যস্ত হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা পরিষদ পুলিশ নিয়ে গিয়ে তৃণমূলকে জেতানো হয়েছে! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

রিলায়েন্স জিও সূত্রে বলা হয়েছে, আন্দোলনরত কৃষকরা সংস্থার পরিষেবা বয়কট করতেই পারেন তা নিশ্চয় শান্তিপূর্ণ আন্দোলনের অংশ কিন্তু সংস্থার সম্পত্তির ক্ষতি করা কোনোভাবেই শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর আন্দোলনরত কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই ধরণের পদক্ষেপ নিয়ে তাঁরা সাধারণ মানুষকে বিপদে না ফেলেন। করোনা অতিমারীর কথা মাথায় রেখে তাঁরা যেন রাজ্যের হাজার হাজার মানুষের সমস্যা না সৃষ্টি করেন।

আরও পড়ুনঃ থালা বাজিয়ে ‘মন কি বাত’-বয়কট আন্দোলনরত কৃষকদের

তিনি আরও বলেন, টেলিকম পরিষেবা ব্যাহত হওয়ার ফলে সমস্যায় পড়বে রাজ্যের ছাত্রছাত্রীরা তো বটেই, একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডাক্তার, নার্স, হাসপাতাল সকলেই-এই অতিমারী পরিস্থিতিতে যা আরও জটিল সমস্যা তৈরি করবে। করোনা আবহে অর্থনীতির হাল এমনিতেই খারাপ, এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে এরকম ধরণের কাজ থেকে যেন বিক্ষোভকারী কৃষকরা বিরত থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here