নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কয়েকদিন ধরেই চলছিল প্রোমো। সেখানে মজাদার ইমেজে ধরা দিচ্ছিলেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য এবং অঙ্কুশ হাজরা, অম্বরীশ ভট্টাচার্য। কিন্তু কে হতে চলেছেন এই মজাদার শো-এর হোস্ট তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। অবশেষে অপেক্ষার অবসান। এই ভূমিকায় ফের মঞ্চ মাতাতে আসছেন যিশু সেনগুপ্ত।
শেষ হল ‘সুপার সিঙ্গার’-এর জার্নি। আর তারপরই নতুন এক ভূমিকায় তিনি। এতদিন গানের মঞ্চ মাতিয়েছেন তিনি। এবার হাসানোর পালা। এই ভূমিকা তিনি গানের মঞ্চেও কম বেশি পালন করেছেন।
আরও পড়ুনঃ সেরা সঞ্চারী
বিচারকদের সঙ্গে মজাদার আলাপচারিতা হোক বা প্রতিযোগীদের টেনশন কমানোর কায়দা সবেতেই নিজের ছাপ রেখেছেন যিশু। এবার হাসির মঞ্চে তাঁর ধামাকা দেখানোর পালা। আগামী ১০ অক্টোবর থেকে স্টার জলসায় আসছে ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584