করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১লক্ষ টাকার অনুদান দিলেন জিৎ গঙ্গোপাধ্যায়

0
81

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাস ধীরে ধীরে গ্রাস করছে গোটা পৃথিবীকে। করোনার নজরে এবার পশ্চিমবঙ্গ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি প্রায় প্রত্যেকটি মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। ফলে খাদ্যসংকটও দেখা দিচ্ছে। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শিল্প মহলের একাংশ। ঠিক একইভাবে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জনপ্রিয় সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।

jit ganguly |newsfront.co
ছবিঃ ইনস্টাগ্রাম

আরও পড়ুনঃ রাজ্যের একমাত্র কোয়ারেন্টাইন সেন্টারে অ্যাপ্রন পরে কলকাতা পুলিশের অফিসার

করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে ১লক্ষ টাকার অনুদান দিলেন তিনি। এছাড়াও বাংলা চলচ্চিত্র জগতের দৈনিক রোজগেরে টেকনিশিয়ানস ও অন্যান্য কলাকুশলীদের জন্য আরও ১ লক্ষ টাকা দেন জিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে তিনি যে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেকথা তিনি একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানান।

শুধুমাত্র জিৎ গঙ্গোপাধ্যায়ই নন এর আগে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলিপাড়ার অনেক শিল্পীই। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের এমার্জেন্সি রিলিফ ফান্ডে অনুদান দিয়েছেন মিমি, নুসরত, দেব সহ আরও অনেককেই। দেশের এরকম কঠিন পরিস্থিতিতে শিল্পীদের এহেন মানবিকতা সত্যিই প্রশংসনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here