নদীর জলস্তর বাড়ায় বিপদের সম্মুখীন জিয়াগঞ্জ সদর ফেরিঘাট

0
105

অর্ঘ্য দত্ত, মুর্শিদাবাদঃ

জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ এই দুই জমজ শহরের জনসংযোগের মিলন মাধ্যম হল জিয়াগঞ্জ সদর ফেরি ঘাট। দীর্ঘ বেশ কিছুদিন ধরে বর্ষার নির্দিষ্ট সময়ে আগমনের কারণে নদীগর্ভে জলস্তর আজ ঊর্ধ্বমুখী, আর এই জলের ঊর্ধ্বমুখীতে বিপদের সম্মুখীন হচ্ছে এই সদর ফেরিঘাট সহ ঘাট সংলগ্ন ফুড প্লাজা নামক ফুড স্টল গুলিও।

Sadarghat
নিজস্ব চিত্র

প্রতিদিন জলস্তরের স্থান পরিবর্তনের কারণে অসুবিধায় পড়ছেন ঘাট পরিচালনা কমিটি। তাদের নৌকা থামার স্থান পরিবর্তন ও উচ্চতার পরিবর্তনের সময় বেশি অসুবিধে হচ্ছে নৌকা পারাপারের।

Jiyaganj Sadarghat
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রান্নার গ্যাসে চাষবাস, নয়া আবিষ্কার ডোমকলে

সদরঘাট ফেরিঘাটের সেক্রেটারি অজিত বিশ্বাস জানান, নদীগর্ভে জলস্তর বাড়া নিয়ে তাদের ভয়-ভীতির কোন কারণ নেই কারণ এই ঘাটের সাথে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসন সর্বদা তাদের সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here