করোনা যুদ্ধে মৃত কোভিড যোদ্ধাদের পরিবারকে ক্ষতিপূরণ-সহ চাকরি দেবে রাজ্য

0
48

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে করোনা সংক্রমণ রুখতে জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন চিকিৎসক-পুলিশকর্মী থেকে আরও অনেকেই। অন্যদের রক্ষা করতে গিয়ে অদৃশ্য জীবানুর আঘাতে মৃত্যুও হয়েছে অনেকের। তাদের স্মৃতিতে ইতিমধ্যেই ‘কোভিড মেমোরিয়াল’ গড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবার প্রয়াত করোনা যোদ্ধাদের সম্মান জানাতে কোভিড যোদ্ধাদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

বুধবার নবান্ন সভাঘর থেকে বিভিন্ন জেলার জেলাশাসক ও এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রয়াত করোনা যোদ্ধাদের সম্মান জানানোর কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, প্রয়াত কোভিড যোদ্ধাদের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার। এখনও পর্যন্ত রাজ্যে ১২ জন কোভিড যোদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ সংঘাতের জেরে রাজ্যপালের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিলেন না উপাচার্যরা

কীভাবে তাঁদের চাকরি দেওয়া হবে, তা নিয়ে জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবরা আলোচনা করছেন। বিভিন্ন জেলার সেই কোভিড যোদ্ধাদের পরিবারের হাতে মেডেল, ব্যাজ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণও। বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদেরও সম্মান জানানোর কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ শিক্ষাকে ‘রাজনীতি মুক্ত’ করার আর্জি রাজ্যপালের, পাল্টা পত্রাঘাত মুখ্যমন্ত্রীর

এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আশাকর্মী-সহ অন্যান্য করোনা যোদ্ধাদের বিষয়েও জেলা শাসকদের কাছে জানতে চান। রাজ্যে কতজন এখনও চিকিৎসাধীন রয়েছে, সেটাও জানতে চান। একই সঙ্গে সেরে ওঠা করোনা রোগীদের কাজে লাগানোর কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জেলাগুলিতে কোভিডজয়ীদের কাজে লাগানো হবে। আমরা দেখব, যাতে তাঁদের কাজ না যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here