নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় লকডাউনের সময়সীমা ক্রমশ বাড়ছে। দেশে লাগাতার লকডাউনের জেরে বিমান পরিষেবা প্রায় বন্ধ। যে পরিমাণ আয় হবে বলে আশা করেছিল এয়ার ইন্ডিয়া, কিন্তু তাদের প্রত্যাশিত আয় একেবারেই হয়নি। তাই ১৮০ জন ট্রেনি কেবিন ক্রুর চাকরির অফার ফিরিয়ে নিল রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থা।
শনিবার এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রশিক্ষণের পরে এঁদের কেবিন ক্রু হিসাবে কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেই জব অফার ফিরিয়ে নেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ প্রকাশিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল
সূত্রের খবর, গত ৬ জুলাই প্রশিক্ষণরত এই কর্মীদের জানানো হয়েছে, ‘বিমান পরিবহণ শিল্পের বর্তমান অবস্থায় এয়ার ইন্ডিয়া তাঁদের কাজে নিয়োগ করতে পারবে না।’ প্রশিক্ষণ দেওয়ার আগে যে ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়া হয়েছিল, তাও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584