কর্মসংস্থানকে মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবীতে আন্দোলনে পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেড

0
315

সৌগত দত্ত, ২৭/০৯/২০১৮, বৃহস্পতিবারঃ

পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেড কর্মসংস্থানকে সকল মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবীতে আন্দোলনে নেমেছে। তারা মনে করে বিনিয়োগ হলেই কর্মসংস্থান হবে, এটা ভাঁওতা।তাই প্রতি ১০ কোটি টাকা বিনিয়োগ পিছু কমপক্ষে ১০০জনকে চাকরি দেওয়ার আইন চালু করার দাবীতে গত কাল ‘এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট’ অভিযান করে তারা।

বেলা ১ টায় পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেডের মিছিল এসপ্ল্যানেড, লেনিন মূর্তির পাদদেশ থেকে গণেশচন্দ্র এভিনিউ – বেন্টিঙ্ক স্ট্রীট ক্রসিং অবধি পৌঁছোয়। ‘এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট’-এর কর্মকর্তারা ডেপুটেশান গ্রহণ করতে না চাইলে তারা অবরুদ্ধ করে রাজপথ। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে স্লোগান, বিক্ষোভ এবং কর্মসংস্থান বিষয়ক দাবীদাওয়া পেশ করতে থাকে জনতার সামনে।

পরবর্তীতে পুলিশ সেখানে এসে অবস্থান হটিয়ে দেওয়ার চেষ্টা করে। শুরুহয় বচসা, যার ফলে পুলিশ প্রায় ২০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। বেশ কিছু সময় লালবাজার সেন্ট্রাল ‘লক আপ’-এ আটক করে রাখার পর ছেড়ে দেয়। তাদের দাবি, ডেপুটেশন যাতে দিতে না দেওয়া যায় তার জন্যই আন্দোলনকারীদের আটক করে রেখেছিল পুলিশ। পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেডের তরফে মূর্ছনা পান্ডা জানান,   “এটা লড়াইয়ের সূত্রপাত। এই লড়াই আগামী দিনে আরও বৃহত্তর রূপ নেবে এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে সওয়াল জারি থাকবে।”

পার্টি কনভেনার বাসুদেব নাগ চৌধুরী বলেন, “বিনিয়োগ পিছু চাকরী আইন চালু করা, ছয়মাসের বেশী কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, দুই বছরের বেশি সময় ধরে বন্ধ কলকারখানা বিনা ক্ষতিপূরণে সরকারি অধিগ্রহণ মারফৎ চালু করা, বেআইনি হকার উচ্ছেদ বন্ধ করা, সকল প্রকার ছাঁটাই কে বেআইনি ঘোষণা করা এবং দেশের মাথা পিছু জি. ডি. পি-র দ্বিগুণ ন্যুনতম মজুরীর দাবীতে আমাদের এই লড়াই আগামীতে আরও জোরদার হয়ে উঠবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here