নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মেঘলা আকাশে সূর্যের উঁকি ঝুঁকি। তার মধ্যেই হয়ে গেল সূর্যগ্রহণ। যা প্রত্যক্ষ করতে উৎসাহী মানুষেরা উঠলেন বাড়ির ছাদে। গ্রহণ প্রত্যক্ষ করতে তাকিয়ে থাকলেন আকাশের দিকে।
রবিবার সকাল থেকে রায়গঞ্জ শহরের আকাশ খুব একটা পরিস্কার না থাকলেও বেলা সাড়ে দশটা নাগাদ রোদের দেখা পাওয়া যায়। সেসময় মেঘের আড়াল থেকে উঁকি দেয় সূর্য। প্রায় এগারোটা থেকে সূর্যের বলয় গ্রাস দেখতে শহরবাসীর মধ্যে উৎসাহ দেখা দেয়। শহরের উঁচু বাড়ির ছাদে বা ফ্ল্যাটগুলির ছাদে কৌতুহলী মানুষকে ভিড় জমাতে দেখা যায়।
আরও পড়ুনঃ ভাইরাল হওয়া সরকারি নির্দেশের কপি ‘ভুয়ো’, নিষিদ্ধ নয় কোনও চিনা অ্যাপ
কিন্তু খালি চোখে কেউ সূর্যের দিকে তাকাননি। প্রায় সবার হাতেই ছিল পুরানো এক্সরে প্লেট। তাই দিয়েই সূর্যের বলয় গ্রাস দেখেন উৎসাহিত মানুষ। দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সূর্য গ্রহণ রায়গঞ্জ থেকে ভালোভাবে দেখা গিয়েছে। এরপরে আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি নামে। যেটুকু সময় সূর্য গ্রহণ দেখা গিয়েছে, তাতেই খুশি শহরবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584